IT Help Desk > ICT
পরিজনকে বিপদবার্তা পৌঁছে দেবে 'ট্র্যাক ইউ'
(1/1)
faruque:
পরিজনকে বিপদবার্তা পৌঁছে দেবে 'ট্র্যাক ইউ'
মধ্যরাত। শুনশান রাস্তা-ঘাট। অফিস থেকে বাড়ি ফিরছেন। এমন সময়ে খেয়াল করলেন, পিছু নিয়েছে কয়েকজন। কী করবেন ঠাওর করতে পারছেন না। পুলিশ বা পরিচিত কাউকে মোবাইল থেকে ফোন করার সাহস পাচ্ছেন না। যদি এমন কোনও ব্যবস্থা থাকত যার মাধ্যমে নিমেষেই পরিচিত কারও কাছে পৌঁছে যেত 'এসওএস' বা বিপদবার্তা।
চিন্তার দিন শেষ। এবার বাজারে পাওয়া যাচ্ছে এমনই এক বিশেষ 'এসওএস' ব্যবস্থা। এক বিশেষ ধরনের সফ্টওয়্যার অ্যাপ্লিকেশন। যার মাধ্যমে আঙুলের এক ছোঁয়ায় ঠিকানাসহ বিপদবার্তা পৌঁছে যাবে পরিজন বা বন্ধুর কাছে। এই বিশেষ অ্যাপসের নাম 'ট্র্যাক ইউ'। এই বিশেষ অ্যাপ এখন মিলছে গুগল অ্যাপ স্টোরে। অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপস ডাউনলোড করতে হবে। এর জন্য প্রয়োজন ইণ্টারনেট কানেকশন। যে কোনও পরিস্থিতিতে বিপদে পড়লেই সেই অ্যাপসের মাধ্যমে নিজের বিপদের কথা মেসেজের আকারে জানাতে পারবেন পরিজনকে। এমনকি কোথায় বিপদে পড়েছেন সেই জায়গায় মেসেজের আকারে পৌঁছে যাবে পরিজনের ফোনে।
বিশেষত মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতেই বাজারে এসেছে এই মোবাইল অ্যাপস৷ প্রসঙ্গত, দিল্লি গণধর্ষণ-কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে ‘গার্ডিয়ান' নামে এমনই একটি মোবাইল অ্যাপ বাজারে আনে মাইক্রোসফ্ট ইন্ডিয়া। একইরকমভাবে কোনও মহিলা বিপদে পড়লে বিপদবার্তা পৌঁছে দেওয়া যেত পরিচিত ব্যক্তির কাছে৷ তবে এই ‘ট্র্যাক ইউ' অ্যাপের মাধ্যমে বিপদবার্তার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির বা মহিলার অবস্হানও চলে যাবে পরিচিতর কাছে।
কীভাবে সুবিধা পাওয়া যাবে এই অ্যাপসের মাধ্যমে? প্রথমে এই অ্যাপসে ঢুকে আপনাকে চটি মোবাইল নম্বর দিতে হবে। তারপর ট্র্যাক ইউ অ্যাপের কণ্টাক্টস অপশনে গিয়ে ক্লিক করলেই বিপদবার্তা মেসেজের আকারে চলে যাবে ওই দুই ফোন নম্বরে। তারপর ‘ট্র্যাক ইওর লোকেশন' অপশনে গিয়ে ক্লিক করলেই আক্রান্তের অবস্থান ওই দুই নম্বরে পৌঁছে যাবে। একইসঙ্গে সন্দেহভাজনের ছবি তুলে ক্যাপচার ইমেজ অপশনে দিয়ে দিলেই ছবি পৌঁছে যাবে ওই দুই নম্বরে।
মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ ধরনের মোবাইল অ্যাপস বেরিয়েছে তার মধ্যে এটিকে সেরা বলে মনে করছেন গ্রাহকরা।
সূত্র : সংবাদ প্রতিদিন। - See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2014/09/19/130793#sthash.2LyljtNP.dpuf
Navigation
[0] Message Index
Go to full version