IT Help Desk > ICT
ছোট্ট একটি সফটওয়্যার দিয়েই ঠিক করুন ইংলিশ গ্রামাটিক্যাল ভুল
(1/1)
faruque:
ছোট্ট একটি সফটওয়্যার দিয়েই ঠিক করুন ইংলিশ গ্রামাটিক্যাল ভুল
যারা লেখালেখির কাজগুলো করেন, যেমনঃ ফোরাম পোষ্টিং, ব্লগ কমেন্টিং, আর্টিকেল রাইটিং/স্পিনিং ইত্যাদি ইত্যাদি তাদের অনেকের মাঝেই দেখি দেখি গ্রামাটিক্যাল ভুলগুলোর ব্যাপারে সেরকম ভয় কাজ করে। এজন্য অনেকে কাজ করা পর্যন্ত ছেড়ে দেন।
তাদেরকেই বলছি, কেমন হত যদি একটি সফটওয়্যার দিয়েই এই সমস্ত ভুলগুলো শুদ্ধ করা যেত। আসলেই কি তেমন কোন সফটওয়্যার আছে?
হ্যা তেমন সফটওয়্যার আছে, আজ তেমনই একটি একটি ছোট্ট সফটওয়্যার এর সাথে পরিচিত করিয়ে দিচ্ছি, যার মাধ্যমে আপনিও গ্রামাটিক্যাল ভুলগুলো শুদ্ধ করতে পারবেন!!!!
সেই সাথে করতে পারবেন sentence Repurchase !!!!!!
সফ্টওয়্যারটির নাম জিঞ্জার, সাইজ ২২৬ কিলোবাইট(অনলাইন ইন্সটলার)। আপনার কাজ হল সফটওয়্যারটি ইন্সটল করে মনে যা আসে লিখবেন, বাকিটা শুদ্ধ করার দায়িত্ব নিশ্চিন্তে ছেড়ে দিন জিঞ্জার এর উপর।
ডাওনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?y58dofsqyy5slwg
সফটওয়্যারটি কাজে লাগলে বন্ধুদেরকে সাথে শেয়ার করতে ভুলবেন না যেন
Navigation
[0] Message Index
Go to full version