প্রযুক্তি দেশের বাজারে আসুসের ওয়্যারলেস রাউটার

Author Topic: প্রযুক্তি দেশের বাজারে আসুসের ওয়্যারলেস রাউটার  (Read 957 times)

Offline mahzuba

  • Full Member
  • ***
  • Posts: 235
  • Test
    • View Profile
দেশের বাজারে এসেছে আসুস ব্র্যান্ডের আরটি-এন১২ডি১ মডেলের ওয়্যারলেস রাউটার। একই সঙ্গে ডাটা ট্রান্সমিশন এবং ডাটা রিসিভের জন্য এতে রয়েছে মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুট (মিমো) প্রযুক্তির ২টি শক্তিশালী অ্যান্টেনা।

ফলে বিঘ্নহীন ভাবে এইচডি ভিডিও স্ট্রিমিং, ভিওআইপি কল করা এবং অনলাইন গেম খেলা যায়। তার বা তারহীন নেটওয়ার্ক গঠনে এতে রয়েছে ১টি ওয়্যান পোর্ট, ৪টি ল্যান পোর্ট। এই ডিভাইসটিকে রিপিটার অথবা অ্যাকসেস পয়েন্ট হিসেবেও ব্যবহার করা যায়।

রাউটারটির মাধ্যমে ডায়নামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন এবং অ্যাকসেস কন্ট্রোল ব্যবহার করে ভার্চুয়াল ওয়্যারলেস রাউটার তৈরি করে ৪টি আলাদা নেটওয়ার্ক গঠন করা যায়। এছাড়া এতে রয়েছে ফায়ারওয়াল, লগিং, ফিল্টারিং, এনক্রিপশন, অর্থেন্টিকেশন প্রভৃতি নেটওয়ার্ক সিকিউরিটি ব্যবস্থা।

৩ হাজার ৫০০ টাকা মূল্যের এই অত্যাধুনিক রাউটারটি দেশের বাজারে এনেছে শীর্ষ প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড।