IT Help Desk > Use of PC

নিজের ইচ্ছে মত রাঙ্গিয়ে নিন আপনার পিসির ফোল্ডারগুলো !!!!

(1/1)

faruque:
নিজের ইচ্ছে মত রাঙ্গিয়ে নিন আপনার পিসির ফোল্ডারগুলো !!!!



পিসির ফোল্ডার গুলো একই কালার দেখতে দেখতে আর ভালো লাগে না !!!

আপনার পিসির প্রতিটি ফোল্ডার গুলো যদি আপনার নিজের পছন্দের কালারের হয় ভাবুন্ত কেমন হবে?



কি ভাবছেন এটি কি করে সম্ভব!!!!অবশ্যই সম্ভব।এটি একটি চমৎকার সফটওয়ার।  যারা আগে এই সফটওয়ারটি ব্যাবহার করেননি তারা এখন ডাউনলড করে দেখুন, মজা পাবেন সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি।
ভাবেছেন আপনি কিভাবে এই রকম ফোল্ডার রাঙাতে পারবেন! না চিন্তার কোন দরকার নেই।
ফ্রি সফটওয়ারটি ডাউনলড করে নিন এখান নিচের ডাউনলোড লিংক থেকে….
তারপর ইন্সটল করএনিন বাকি সফ্টওয়্যার গুলরমতই।



নিজের ইচ্ছে মত রাঙ্গিয়ে নিন আপনার পিসির ফোল্ডারগুলো
এবার যে ফোল্ডারটি আপনি কালার করতে চান সে ফোল্ডারের উপর মাউসের রাইট ক্লিক করুন, দেখবেন ”Folder Highlight” নামের একটি option আছে, তারপর সেখান থেকে আপনার যে কালারটি ভাল লাগে সেটা সিলেক্ট করে নিন, ব্যাস কাজ হয়ে গেছে। এবার কেমন
দেখচ্ছে আপনার পছন্দের কালারের ফোল্ডারটি?
ডাউনলোড লিংক: নিচে তিনটি ডাউনলোড লিংক দেয়া হলো…………যার যেটা  পছন্দ সেটা থেকে ডাউনলোড করে নিন………….

asitrony:
Nice information!

Navigation

[0] Message Index

Go to full version