ফরম্যাট হচ্ছে না পেনড্রাইভ ? যেনে নিন !

Author Topic: ফরম্যাট হচ্ছে না পেনড্রাইভ ? যেনে নিন !  (Read 908 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
ফরম্যাট হচ্ছে না পেনড্রাইভ ? যেনে নিন !



কাজের প্রয়োজনে আমাদের দৈনন্দিন জীবনে পেনড্রাইভের অনেক ব্যাপক । ভাইরাসে আক্রান্ত হলে অনেক সময় পেনড্রাইভ ফরম্যাট করা যায় না। এমন হলে বিকল্প উপায়ে পেনড্রাইভ ফরম্যাট করে নিতে পারেন।

সর্বপ্রথম পেনড্রাইভ কম্পিউটারে লাগিয়ে সেটির ড্রাইভে ডান ক্লিক করে ফরম্যাট (Format)-এ ক্লিক করে ফরম্যাট করার চেষ্টা করুন, দেখুন ফরম্যাট হয় কি না। না হলে Win key + R চেপে রান চালু করুন। এখানে cmd লিখে এন্টার করুন।

পেনড্রাইভকমান্ড প্রম্পট চালু হলে এখানে format লিখে একটা স্পেস দিয়ে :M লিখে এন্টার করুন।খেয়াল রাখুন এখানে :M হবে কম্পিউটারে পাওয়া আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার। প্রথমবার এন্টার করে পরে আরেকবার এন্টার করতে হবে।এভাবে পেনড্রাইভ ফরম্যাট করতে সময় বেশি লাগবে কিন্তু সত্যিকারের কাজটি হবে।



এ নিয়মে সন্তুষ্ট হতে না পারলে আনলকার সফটওয়্যার ব্যবহার করতে পারেন। http://goo.gl/nRxjTw ঠিকানায় গিয়ে সফটওয়্যারটি (৩৯৪ কিলোবাইট) নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করুন।এবার পেনড্রাইভে ডান বোতাম চেপে Unlocker-এ ক্লিক করে পরের বার্তায় Yes করুন। আনলকের জন্য উইন্ডো চালু হবে এবং বলবে No action থেকে Delete বেছে নিয়ে ওকে বা আনলক বোতাম চাপুন। পেনড্রাইভ কোনো কারণে লক হয়ে গেলে এটি করার প্রয়োজন হবে। লক না থাকলে একটি বার্তার মাধ্যমে তা জানিয়ে দেবে। আনলক করে পরের বার আবার চেষ্টা করলে পেনড্রাইভ ফরম্যাট করা যাবে।