Facebook Security: যে ভাবে Login Approvals অন করবেন

Author Topic: Facebook Security: যে ভাবে Login Approvals অন করবেন  (Read 902 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
Facebook Security: যে ভাবে Login Approvals অন করবেন



আজকে আমি Facebook Security নিয়ে কিছু আলোচনা করবো।আপনি কি করে login Approvals on করবেন? এটা ফেসবুকের জন্ন খুব প্রয়োজনীয় একটা বিষয়।

এটি সেটআপ করলে আপনার Facebook Security অনেক বেরে যাবে ।
যদি আপনি এটি অন করেন তাহলে আপনি যখন কোন unknown device থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ প্রবেশ করবেন তখন আপনার দেয়া মোবাইল নাম্বার এ একটা মেসেজ আসবে এবং সেখানে একটা কোড থাকবে।তারপর ইউজার ও এবং পাস ওয়ার্ড দেয়ার পর আপনআর মবাইল এর ঐ কোড আপনাকে ইনপুট করতে হবে।এই কোড না দিলে আপনি নিজেও আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করতে পারবেটা ন না।সুতরাং কেউ যদি আপনার অ্যাকাউন্ট হ্যাঁক করে বা ফেসবুক পাসওয়ার্ড জেনেও জায় তবেও সে আপনার ফেসবুকে প্রবেশ করতে পারবেনা।‪অনেক কথা হল এখন জেনে নিন কিভাবে সেটিং করতে হয়। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগইন  করে মেনু থেকে সেটিং এ ক্লিক করুন। নিছের ছবিতে দেখানো পথ অনুশরন করুন।



এখন নিছের ছবির মতো  Security মেনুতে ক্লিক করুন।



খন নিছের ছবিতে দেখে Login Approvals এ ক্লিক করুন এবং গোল দাগ দেয়া স্থানে টিক দিন।তারপর save korun।



save দেয়ার পর নিছের ছবির মতো একটা পেজ ওপেন হবে এবং এখানে Get Started button এ ক্লিক করুন

তারপর আপনার ফোন নরমাল হলে Other এ টিক দিয়ে Continue তে ক্লিক করুন।


এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর password চাবে। আপনি এখানে আপনি  যে password দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট এ login করেছেন সেটি দিন।
এরপর password যদি ঠিক মতো দিয়ে থাকেন তাহলে নিছের মতো উইন্ডো ওপেন হবে।



এখানে আপনার ফোন নাম্বার দি,মানে হল আপনি যে নাম্বার এ মেসেজ পেতে চান।তারপর Continue বাটন এ ক্লিক করুন।এখন দেখুন আপনার ফোন নাম্বার এ একটা মেসেজ এসেছে। ঐ মেসেজ ওপেন করে দেখুন একটা কোড আছে, এবার ঐ কোড টি দিয়ে confirm বাটন এ ক্লিক করুন।



বেস আপনার Login Approvals শেষ। এখন দেখবেন নতুন কোন ডিভাইস দিয়ে login করলে কোড চাবে। আপনার ফোন  নাম্বার এ কোড চলে আসবে।এখন আপনিও সবাইকে জানিএ দিতে পারেন Facebook Security