এ্যাপোলো হসপিটালসের বিশ্ব হার্ট দিবস পালিত

Author Topic: এ্যাপোলো হসপিটালসের বিশ্ব হার্ট দিবস পালিত  (Read 1282 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
এ্যাপোলো হসপিটালসের বিশ্ব হার্ট দিবস পালিত


বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গতকাল এ্যাপোলো হসপিটালস ঢাকার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে এ্যাপোলো হসপিটালস ঢাকার হার্ট সেন্টারের সব কনসালটেন্ট ও অন্যান্য বিভাগের কনসালটেন্ট, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় অধিবাসীরা অংশ নেন। এসটিএস হোল্ডিং লিমিটেডের এঙ্িিকউটিভ ডিরেক্টর ও সিই ও আর বাসিল বলেন, বন্ধু ভাবাপন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এ্যাপোলো হসপিটালসের এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে । ভবিষ্যতেও এসব কর্মসূচিতে সবার অংশগ্রহণ প্রত্যাশা করি।

 - See more at: http://www.bd-pratidin.com/2014/09/30/33963#sthash.xNWWQPaY.dpuf