IT Help Desk > ICT

ফেসবুকের সাম্রাজ্যে ইলোর আক্রমণ

(1/1)

faruque:
ফেসবুকের সাম্রাজ্যে ইলোর আক্রমণ



জমজমাট ফেসবুক ব্যবসায় ফাটল ধরাতে চালু হল নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ইলো। ফেসবুকবিরোধী এ সংগঠনটি 'আমাদের কাছে আপনি পণ্য নন' স্লোগানকে সামনে রেখে কাজ শুরু করেছে।

অনেকেই হয়তো মনে করতে পারেন, ফেসবুকের প্রতিষ্ঠিত সাম্রাজ্যে ফাটল ধরানো এতো সহজ নয়। তবে শুনে অবাক হবেন যে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পেতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে সাইন আপ এখনো উন্মুক্ত করা হয়নি। কেবল অনুরোধের ভিত্তিতে পাঠানো ইনভাইটেশন কোড ব্যবহার করে এতে যুক্ত হওয়া যাবে।

তবে এই মুহূর্তে সম্ভবত ইনভাইটেশন কোড পাওয়াই সবচেয়ে কঠিন কাজ। কারণ প্রতি ঘন্টায় এই কোডের জন্য প্রায় ৩৫,০০০ অনুরোধ জমা পড়ছে। আর এই সুযোগে জমজমাট হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির ইনভাইটেশন কোড বিক্রির ব্যবসা। যেসকল ব্যবহারকারী ইনভাইটেশন কোড পেয়েছেন, তাদের অনেকেই এটি ১০০ ডলার কিংবা তারও বেশি মুল্যে বিক্রি করে দিচ্ছেন ইবে কিংবা এ জাতীয় ইকমার্স সাইটে। বর্তমানে প্রতি ঘন্টায় ৪,০০০ নতুন সদস্য যুক্ত হচ্ছেন এখানে।

ইলোর যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালে। তখন এটি ছিল একটি ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম। সমপ্রতি এটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর এর পর থেকেই ব্যাপক সাড়া পেতে শুরু করেছে এটি।

কিন্তু কেন এতো আগ্রহ ব্যবহারকারীদের? জানা গিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে কঠোর আইন মেনে চলে ইলো। তাদের সাইটে ব্যবহার করা হয়না কোন বিজ্ঞাপন। ইলো জানায়," টাকার জন্য আমরা আপনার তথ্য কারও কাছে হস্তান্তর করি না।" আর এখানে চাইলেই ব্যবহার করা যাবে 'ফেইক' নাম।

এখন দেখার বিষয় ফেসবুকের সাথে প্রতিযোগিতায় কতদূর যেতে পারে ইলো।

 বিডি-প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৪/রাসেল/মাহবুব

- See more at: http://www.bd-pratidin.com/2014/09/29/33805#sthash.NbUYbhf3.dpuf

Navigation

[0] Message Index

Go to full version