ওয়েব ডিজাইনারদের জন্যে দরকারি কিছু ফ্রি ইবুক

Author Topic: ওয়েব ডিজাইনারদের জন্যে দরকারি কিছু ফ্রি ইবুক  (Read 902 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
ওয়েব ডিজাইনারদের জন্যে দরকারি কিছু ফ্রি ইবুক



এইচটিএমএল ৫ কিংবা কোডিং এ এক্সপার্ট হতে চান?

সত্যি বলতে এক্ষেত্রে বইয়ের কোন বিকল্প নেই। অসংখ্য বই পাবেন বাজারে, যার অনেকগুলোই হয়তো ফ্রিতে পাবেন না। আর যেগুলো ফ্রিতে পাবেন সেগুলো হয়তো মানসম্মত হবেনা। তাই নিজের দক্ষতাকে ধারাল করতে নিচের ওয়েব বইগুলো অনুসরণ করতে পারেন এবং এর বেশিরভাগই ফ্রি:

১। গেটিং রিয়েল: http://gettingreal.37signals.com/
২। অ্যালিমেন্টস অফ টাইপোগ্রাফিক স্টাইল: http://webtypography.net/
৩। জাস্ট আস্ক: http://www.uiaccess.com/accessucd/index.html
৪। ডিজাইনিং ফর ওয়েব: http://designingfortheweb.co.uk/
৫। এসএমএ সিএসএস: http://smacss.com/
৬। লার্নিং ওয়েব ডিজাইন(বই): http://cdn2.filepi.com/g/tAZ0Ywf/1402145594/71e223e556b85e931a0545b104a31421
৭। এইচটিএমএল ৫ কুইক লার্নিং: http://freehtml5templates.com/html5-quick-learning-guide/
৮। হাউ টু বি ক্রিয়েটিভ: http://changethis.com/manifesto/show/6.HowToBeCreative
৯। ওয়েব ডিজাইনার সাক্সেস গাইড: http://www.airgid.com/blog/everything-creative/web-designers-success-guide-free-ebook/
১০। পিক্সেল পারফেক্ট: http://www.ustwo.co.uk/blog/the-ustwo-pixel-perfect-precision-handbook-2/
১১। ওয়েব ডিজাইন ট্রেন্ডস: http://www.awwwards.com/web-design-and-mobile-trends-for-2013-ebook-download-it-for-free.html

শেষের এই বইটি ডাওনলোড করতে আপনাকে টুইটারে বইটি নিয়ে টুইট করতে হতে পারে।।

বইগুলো কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেয়ার অনুরোধ রইলো