IT Help Desk > ICT
কম্পিউটারের গতি বাড়াবে উইন্ডোজ-৯
(1/1)
faruque:
কম্পিউটারের গতি বাড়াবে উইন্ডোজ-৯
মাইক্রোসফট আগামী ৩১ অক্টোবরের পর উইন্ডোজ পিসি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে উইন্ডোজ-৭ অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট কিছু সংস্করণ সরবরাহ বন্ধ করার কথা ঘোষণা দিয়েছে। অথচ বর্তমান বাজারে এটিই সবচেয়ে জনপ্রিয়। যার ব্যবহারকারী ৫১ দশমিক ২।
মাইক্রোসফটের পরবর্তী ভারসন উইন্ডোজ-৮ এবং উইন্ডোজ-৮.১ ব্যবহারকারী সব মিলিয়ে বর্তমান বাজারে মাত্র ১৩ দশমিক ৪ শতাংশ।
আর এ কারণেই বাজারে আসছে উইন্ডোজ-৯। যা আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে দেবে কয়েক গুণ, এমনটাই দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। বর্তমানে টাচ স্ক্রিন ইলেকট্রনিক্স ডিভাইসের কথা মাথায় রেখেই নতুন সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে মাইক্রোসফট। সেখানেই আত্মপ্রকাশ করতে পারে উইন্ডোজ-৯।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৪/জান্নাত
- See more at: http://www.bd-pratidin.com/2014/09/28/33599#sthash.R9uef3YX.dpuf
Navigation
[0] Message Index
Go to full version