অনলাইনে কোরবানির গরুর হাট

Author Topic: অনলাইনে কোরবানির গরুর হাট  (Read 933 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
অনলাইনে কোরবানির গরুর হাট




বাংলাদেশে তৃতীয় বারের মতো অনলাইনে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। বুধবার থেকে শুরু হওয়া এই ভার্চুয়াল হাটে দেখা গেছে বিভিন্ন বর্ণের, বিভিন্ন আকৃতির ৮৭টি গরু। আগামী দিনে আরও ২০০টি গরু এই হাটে তোলা হচ্ছে বলে জানা গেছে।

অনলাইন হাট আমারদেশ ই শপ সূত্রে খবর, দেশে এবং দেশের বাইরে থেকে ঘরে বসেই ঈদুল আজহার জন্য গরু কেনার কাজটি অনলাইনে সেরে নেয়া যাবে। লেনদেনের সুবিধায় কিউক্যাশ গেটওয়ের অধীনে ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে পছন্দের পশুটির মূল্য পরিশোধ করা যাবে। আর বরাবরের মতো ঈদের পাঁচ দিন আগে থেকেই ক্রয়কৃত কোরবানির পশু বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা রয়েছে।

অনলাইন (http://amardesheshop.com/qurban) এই হাট ঘুরে দেখা গেছে আপাতত এখানে গোপালগঞ্জ জেলার বিভন্ন গ্রামের খামারিরা তাদের কোরবানির পশু নিয়ে হাজির হয়েছেন। আকার-আকৃতি ও ওজন ভেদে এগুলোর মূল্য ৩২ হাজর ৫০০ টাকা থেকে শুরু হয়ে এক লাখ ১০ হাজার টাকা পর্যন্ত।

- See more at: http://www.bd-pratidin.com/2014/09/23/32363#sthash.FcdqL23V.dpuf