Entertainment & Discussions > Tennis

লি নার অবসর!

(1/1)

ehsan217:
আর টেনিস খেলবেন না। চোটের কাছে হার মেনে টেনিসকে বিদায় জানাচ্ছেন দুটি গ্র্যান্ড স্লামের মালিক লি না। চীনের রাষ্ট্রীয় স্পোর্টস চ্যানেল সিসিটিভি-ফাইভ-এর খবর অনুযায়ী আজই আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন টেনিস থেকে। বিস্তারিত কিছু জানায়নি সিসিটিভি ফাইভ। লি নার ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে শুধু এটুকুই জানিয়েছে, চোটের কারণেই তিনি অবসর নিতে যাচ্ছেন। এএফপি।

Navigation

[0] Message Index

Go to full version