কুয়েতের বিপক্ষে উড়ন্ত–সূচনা মাশরাফিদের

Author Topic: কুয়েতের বিপক্ষে উড়ন্ত–সূচনা মাশরাফিদের  (Read 538 times)

Offline ehsan217

  • Full Member
  • ***
  • Posts: 116
  • Test
    • View Profile
কুয়েত ক্রিকেট খেলে কবে থেকে এই প্রশ্ন আছে সকলেরই। ফুটবলে এশিয়ার প্রতিনিধি হিসেবে ১৯৮২ সালে বিশ্বকাপ খেলা মধ্যপ্রচ্যের তেলভাণ্ডার এই কুয়েত এবার এসেছে এশিয়ান গেমসে খেলতে। গ্রুপপর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠাটা তাদের জন্য বড় সাফল্যই। আজ ইনচনের ইয়োনহি ক্রিকেট মাঠে এশিয়ান গেমসে সোনার পদক ধরে রাখার মিশনে সেই কুয়েতেরই মুখোমুখি হয়েছে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ।
টসে জিতে কুয়েত বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। এই প্রতিবেদন লেখার সময় কুয়েতের বোলারদের ওপর যথেষ্টই চড়াও ছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৯ ওভারের মধ্যে দলীয় ১০০তে গিয়ে দাঁড়ালেও এরই মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক ও তামিম ইকবালকে হারি​য়ে বসেছে বাংলাদেশ। এনামুল মাত্র ১৮ বলে ৫টি চার ও একটি ছয়ের সাহায়্যে ৩৮ রান করে এলবি’র শিকার হয়েছেন বাসতাকি মাহমুদের বলে। তামিম ২৮ করে (৩টি চার) ফিরেছেন ওই বাসতাকি মাহমুদের হাতে ধরা পড়ে। তাঁর ক্ষেত্রে বোলার ছিলেন আরেক বাসতাকি, বাসতাকি ফাহাদ।
তামিম-এনামুলের উদ্বোধনী জুটিতে রান আসে ৬১। এই দু’জনের বিদায়ের পর দলের রান সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন মোহাম্মদ মিথুন ও নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফেরা সাকিব আল হাসান। মিথুন অপরাজিত আছেন ২৪ রানে।