উইন্ডোজ-১০'র যাত্রা শুরু

Author Topic: উইন্ডোজ-১০'র যাত্রা শুরু  (Read 762 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
উইন্ডোজ-১০'র যাত্রা শুরু



মাইক্রোসফটের ‘উইন্ডোজ ১০’ এর যাত্রা শুরু হয়েছে। কোম্পানিটি উইন্ডোজ ৯ না এনে সরাসরি ১০ আনার এ ঘোষণা দিয়েছে। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট সব ডিভাইসের সঙ্গে কম্পিটেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘উইন্ডোজ ১০’ উন্মোচন করলো।

গতকাল যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে গণমাধ্যম কর্মীদের পরিচয় করিয়ে দেন কোম্পানিটির অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মোবাইল ফোন, ট্যাবলেট, পিসি, এক্সবক্স গেম কনসোলসহ বিভিন্ন ধরনের ডিভাইসেই উইন্ডোজ ১০ সংস্করণটি চলবে। একটি একক অ্যাপ্লিকেশন স্টোর থেকে উইন্ডোজের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিনতে পাওয়া যাবে।

উইন্ডোজ ৮ এ না থাকলেও এবার উইন্ডোজ ১০ এ ফিরে এসেছে স্টার্ট মেনু। এতে যুক্ত হয়েছে মাল্টিপল ডেস্কটপ, টাস্ক ভিউয়ের মতো আরো বেশ কিছু নতুন ফিচার। এদিকে, মাইক্রোসফটের নতুন এই অপারেটিং সিস্টেম সফটওয়্যারটি কখন বাজারে আসছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ

- See more at: http://www.bd-pratidin.com/2014/10/01/34245#sthash.RcXU76LX.dpuf