Open your minds > Humantities
সিরিয়ায় স্কুলে বোমা হামলায় ৪১ শিশু নিহত
(1/1)
faruque:
সিরিয়ায় স্কুলে বোমা হামলায় ৪১ শিশু নিহত
সিরিয়ায় সরকার নিয়ন্ত্রতাধীন হোমস শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা বিস্ফোরণে ৪১ শিক্ষাথীসহ ৪৫ জন নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার সরকার সমর্থিত একটি টিভি চ্যানেলও এ হামলার চিত্র দেখিয়েছে। সেখানে পিতামাতারা তাদের সন্তানকে খুঁজছেন। স্কুলের মাটি রক্তে লাল হয়ে আছে। পাশে থাকা গাড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন।
হোমসের গভর্নর তালাল বারাজি এ হামলাকে সন্ত্রাসীদের কাজ বলে অভিহিত করেছেন। স্কুলের শিশুদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পার্ক করা গাড়িতে রাখা বোমাটি প্রথমে বিস্ফোরিত হয়। এতে স্কুলটির সামনের অংশ উড়ে যায়। এর কয়েক মিনিট পর গাড়িতে করে আসা একজন ব্যক্তি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। পর পর দুইটি বিস্ফোরণে ৪৫ জন নিহত ছাড়াও ৫৬ জন আহত হয়েছে। কোনো পক্ষই এ হামলার দায় স্বীকার করেনি। ২০১১ সাল থেকে সিরিয়ার বাশার আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার বিরোধীরা।
তথ্যসূত্র : আলজাজিরা।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর ২০১৪/ আহমেদ
- See more at: http://www.bd-pratidin.com/2014/10/02/34473#sthash.eRfyHekU.dpuf
Navigation
[0] Message Index
Go to full version