Faculty of Allied Health Sciences > Public Health

Lung Cancer keeps hide

(1/1)

rumman:
ফুসফুস ক্যান্সার প্রাণঘাতীরূপে ধরা পড়ে শেষ সময়ে। অথচ এর ২০ বছরেরও বেশি সময় আগে সুপ্ত অবস্থায় মানবদেহে থেকে যেতে পারে এই মরণব্যাধি। সাম্প্রতিক গবেষণায় এ তথ্য জানতে পেরেছেন বিজ্ঞানীরা। সূত্র ধরে যুক্তরাষ্ট্রের একটি বিজ্ঞান সাময়িকীতে এমন আভাসই দিয়েছেন গবেষকরা। সায়েন্স সাময়িকীতে এ গবেষণা নিবন্ধ প্রকাশ করা হয়েছে। যুক্তরাজ্যের ক্যান্সার রিসার্চের গবেষকদের নেতৃত্বে এই গবেষণা পরিচালিত হয়। ফুসফুস ক্যান্সারের সাত ধরনের রোগীকে পরীক্ষা করে এই সিদ্ধান্ত জানান গবেষকরা। রোগীদের মধ্যে ধূমপায়ী, সাবেক ধূমপায়ী এবং কখনোই ধূমপান করেননি এমন ব্যক্তিরাও ছিলেন।
পরীক্ষা করে দেখা গেছে, জিনগত ত্রুটির কারণে এই ক্যান্সার হয়ে থাকে। আর সেটি অনেক বছর ধরেই সুপ্ত অবস্থায় থাকতে পারে। এ অবস্থায় শরীরের নতুন কোনো সমস্যার কারণে এটি প্রকাশ পায় এবং আগ্রাসীরূপ নিয়ে হাজির হয়।
এই গবেষণার ফলে প্রাথমিক পর্যায়েই ফুসফুস ক্যান্সার শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন গবেষকরা। বর্তমানে এই ক্যান্সার এমন পর্যায়ে এসে ধরা পড়ে যখন আরোগ্যের সম্ভাবনা থাকে খুব সামান্যই। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Navigation

[0] Message Index

Go to full version