IT Help Desk > ICT
তিন ক্যামেরার স্মার্টফোন
(1/1)
faruque:
তিন ক্যামেরার স্মার্টফোন
বাজারে আসছে এইচটিসির বহু প্রতীক্ষিত স্মার্টফোন এমএইট আই। চলতি মাসের ১৫ তারিখ থেকে এই ফোনটির প্রি-বুকিং শুরু হবে বলে কোম্পানিটি জানিয়েছে। এইচটিসির নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিনক্যাট ভার্সান। পাঁচ ইঞ্চির এই ফোনটিতে রয়েছে ২.৫ গিগাহার্টজ কোয়াডকোর স্ন্যাপড্রাগন প্রসেসর ও দু’জিবির রাম।
ফোনটির ডুয়াল ক্যামেরা খুব সহজেই গ্রাহকদের মন কাড়বে বলে কোম্পানির একজন কর্মকর্তা জানিয়েছেন। স্মার্টফোনটিতে রয়েছে দুটি চার মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরাটি পাঁচ মেগাপিক্সেলের। এছাড়া থাকছে অত্যাধুনিক ফ্ল্যাশ সুবিধা। এর ফলে অন্ধকারেও ছবি তোলা যাবে। ফোনটির ইনবিল্ট স্টোরেজ যথাক্রমে ১৬ ও ৩২ গিগাবাইটের। এছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে তা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ব্যাটারি ২৬০০ এমএএইচ।
- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2014/10/12/36073#sthash.r0lKfjW7.dpuf
Navigation
[0] Message Index
Go to full version