IT Help Desk > ICT

হোয়াটস অ্যাপকে টক্কর দেবে গুগল

(1/1)

faruque:
হোয়াটস অ্যাপকে টক্কর দেবে গুগল



২০১৫ সালের মধ্যে নিজেদের মেসেজিং অ্যাপস আনতে চলেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। মেসেজিং দুনিয়ায় সাড়া ফেলে দেয়া হোয়াটস অ্যাপকে টক্কর দিতে মেসেজিং অ্যাপস নিয়ে তৈরি হচ্ছে গুগল।

সূত্র জানায়, গুগলের এই মেসেজিং অ্যাপসের প্রাথমিক পরীক্ষা হতে পারে ভারতে। ইতোমধ্যেই নতুন মেসেজিং অ্যাপসের চাহিদা নিয়ে হাল জানতে গুগলের টপ প্রোডাক্ট ম্যানেজারকে ভারতে পাঠানো হয়েছে।

হোয়াটস অ্যাপের মতই মোবাইল নম্বরের সাহায্যে অ্যাকাউন্ট খোলা যাবে এই অ্যাপসে। এর আগে চড়া দাম হাকা সত্ত্বেও হোয়াটস অ্যাপ কিনতে পারেনি গুগল। বাজি মেরে প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকায় মেসেজিং সার্ভিস হোয়াটস অ্যাপ কিনে নেয় ফেসবুক।

তবে সবচেয়ে বড় কথা, গুগলের মেসেজিং অ্যাপসে হোয়াটস অ্যাপের মত বছরে ৫৫ টাকা দিতে হবে না। বিনামূল্যেই ব্যবহার করা যাবে এর পরিসেবা।

- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2014/10/11/35877#sthash.UCIrCo6R.dpuf

Navigation

[0] Message Index

Go to full version