Entertainment & Discussions > Life Style
সপ্তাহে তিন দিন কাজ
(1/1)
ehsan217:
অফিসে কাজ হবে সপ্তাহে তিন দিন। কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কার্লোস স্লিম। ফোর্বস সাময়িকীর জরিপ মতে, বিশ্বের সবচেয়ে সম্পদশালী স্লিম। তবে তাঁর এই মন্তব্য নতুন নয়। চলতি গ্রীষ্মে প্যারাগুয়েতে এক সম্মেলনে ওই মত দিয়েছিলেন তিনি।
গত বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনের এক খবরে জানানো হয়, স্লিম (৭৪) বলেন, ‘জীবনভর আপনার হাতে বেশি করে সময় থাকতে হবে—৬৫ বছর হলে বা অবসর নিলেই যে পর্যাপ্ত সময় থাকবে, তা নয়।’
সপ্তাহে তিন দিন কাজ করার পক্ষে মত দিলেও প্রতিদিনের কাজের পালা ১১ ঘণ্টা করার পক্ষে স্লিম। তাঁর মতে, অবসরের বয়স হবে ৭৫ বছর।
স্লিম বলেন, ‘এটা হলো জ্ঞান ও অভিজ্ঞতার সমাজ। আপনার বয়স যখন ৬০, ৬৫ বা ৭০ বছর হবে, তখন আপনার আরও বেশি জ্ঞান ও অভিজ্ঞতা থাকবে।’
Navigation
[0] Message Index
Go to full version