Entertainment & Discussions > Life Style
ঘর সাজাতে বাঁশের আসবাব
(1/1)
ehsan217:
গায়েহলুদের অনুষ্ঠানে সবার সোফা তৈরি করে দিয়েছিলেন, সেই থেকে শুরু। আমির হোসেনের তৈরি বাঁশের রকমারি আসবাব এখন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বেশ জনপ্রিয়। সিরাজ কুটির শিল্প নামে তাঁর বিক্রয়কেন্দ্রটি জমে উঠেছে বেশ। সোফা, খাবার টেবিল, ড্রেসিং টেবিল, খাট, আলনা সবই তৈরি করছেন তিনি।
কমলগঞ্জের শমশেরনগর বাজার থেকে পাঁচ মিনিটের পথ বড়চেগ গ্রাম। বড়চেগ এলাকায় শমশেরনগর-শ্রীমঙ্গল প্রধান সড়কের ধারে দোকানটির অবস্থান।
এসব আসবাব নিজেই তৈরি করেন তিনি, সাহায্যকারী আছেন কয়েকজন। আমির হোসেন জানান, কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই কাজ শুরু করেছিলেন। পরে চট্টগ্রামের বন গবেষণাগারে গিয়ে প্রশিক্ষণ নেন। তাঁর তৈরি বাঁশের সামগ্রীতে কটু গন্ধও নেই, পোকার আক্রমণেরও ভয় নেই। অন্তত দশ বছর স্থায়িত্বের নিশ্চয়তা দিচ্ছেন তাঁরা।
এখানে বাঁশের তৈরি খাট ১০ থেকে ২৪ হাজার টাকা। ডাইনিং টেবিলের দাম ১৫ থেকে ১৭ হাজার টাকা। আলনা তিন হাজার টাকা। সোফা ১২ থেকে ২৮ হাজার টাকা।
Navigation
[0] Message Index
Go to full version