Entertainment & Discussions > Travel / Visit / Tour

খইয়াছড়া ঝর্না

(1/1)

mustafiz:
ঝর্না শব্দটি শুনলেই প্রথমে হিমছড়ি আর মাধবকুণ্ডের কথা মনে পড়ে আমাদের। কিন্তু এ দুটো ঝরনা ছাড়াও আমাদের দেশে আরও কিছু  সুন্দর ঝরনা  রয়েছে। একটু সাহসী আর দুর্গম পথ পারি দেওয়ার ধৈর্য থাকলে আপনিও উপভোগ করতে পারেন প্রকৃতির এসব অকৃত্রিম সৌন্দর্য।

এ ঝর্নাটির অবস্থান চট্টগ্রামের মিরসরাইয়ে।


সারা বছর অল্প ধারায় প্রবাহিত হয়। তবে ঝরনার প্রকৃত রূপ দেখা যায় বর্ষা মৌসুমে। এ ঝরনাটি দেখতে চাইলে আপনাকে প্রায় ১৫ কিলোমিটার হাঁটার প্রস্তুতি নিতে হবে।

Navigation

[0] Message Index

Go to full version