Entertainment & Discussions > Travel / Visit / Tour

পাহাড়ি ঝর্না

(1/1)

mustafiz:
রাইখং জলপ্রপাত:


অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষদের জন্য এটি একটি চমৎকার জায়গা। দুর্গম পাহাড়ি উচু-নিচু রাস্তা আর খাল পার হবার মতো মানসিক এবং শারীরিক শক্তি যাদের আছে তারাই এই সৌন্দর্য উপভোগ করতে যেতে পারেন।
 রাঙ্গামাটিতে অবস্থিত হলেও রাইখং জলপ্রপাত দেখতে হলে বান্দরবান হয়ে যেতে হবে।
বগালেক থেকেও ১০-১২ ঘণ্টার হাঁটা পথ, সেই সাথে খাল আর পাহাড় পার হতে হয়। তবে এর সৌন্দর্য আপনার পথের ক্লান্তি ভুলিয়ে দেবে।


অমিয়াখুম জলপ্রপাত:


অমিয়াখুম জলপ্রপাতের সৌন্দর্য দেখার পরে আপনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। বান্দরবান জেলার থানচি উপজেলার অন্যতম জলপ্রপাত এটি।
 এর স্বচ্ছ প্রবাহমান জলধারায় ঝাপ না দিলে নিজের প্রতি এক রকম অবিচারই করা হবে বৈকি।
তবে অবশ্যই যদি সাঁতার জেনে থাকেন।


বাকলাই ঝরনা:


 
চমৎকার এই ঝর্নাটি বান্দরবন জেলার থানচি উপজেলার বাকলাই পাড়ায় অবস্থিত।
কেওক্রাডং থেকে তাজিংডং যাওয়ার পথে এ ঝর্নাটির দর্শন নিয়ে যেতে পারেন। যাওয়ার পথেই পাহাড়ি ছোট ছোট নদী যেমন আপনার নজর কাড়বে তেমনি নয়নাভিরাম বাকলাই ঝর্না দেখে আপনি বিমোহিত হবেন।

Navigation

[0] Message Index

Go to full version