এডব্লিউএসের সঙ্গে মিলে অনলাইন বিজ্ঞাপনের বাজার বাড়াবে জি অ্যান্ড আর

Author Topic: এডব্লিউএসের সঙ্গে মিলে অনলাইন বিজ্ঞাপনের বাজার বাড়াবে জি অ্যান্ড আর  (Read 800 times)

Offline Kazi Taufiqur Rahman

  • Hero Member
  • *****
  • Posts: 514
    • View Profile
    • Kazi Taufiqur Rahman
বাংলাদেশে ক্লাউড সেবা দিতে এখন থেকে গ্রিন অ্যান্ড রেড (জি অ্যান্ড আর) টেকনোলজিস লিমিটেড এবং আমাজন ওয়েব সার্ভিস (এডব্লিউএস) একসঙ্গে কাজ করবে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমাজনের ক্লাউড সেবা ব্যবহার করে জি অ্যান্ড আর দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের অবকাঠামো উন্নয়ন, পরিকল্পনা, বিস্তার এবং নানা রকম অ্যাপলিকেশন ব্যবস্থাপনায় সাহায্য করবে। জি অ্যান্ড আর আমাজনের পার্টনার নেটওয়ার্কের সদস্য হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সম্মেলনে জি অ্যান্ড আরের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ন্যাশ ইসলাম বলেন, ‘আমরা আমাজন ওয়েব সার্ভিসেসের ক্লাউড সেবার সহায়তায় অনলাইন বিজ্ঞাপনের বিপুল পরিমাণ তথ্যভান্ডার নিয়ে কাজ করছি। আমাজন প্রতি মাসে বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ কোটি বিজ্ঞাপন পরিবেশন করে। এর সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে তথ্যসমৃদ্ধ করতে সময়োপযোগী কারিগরি নির্দেশনা ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করা আমাদের উদ্যেশ্য।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডব্লিউএসের ভারত এবং দক্ষিণ এশিয়ার পার্টনার ও অ্যালায়েন্সের প্রধান বিবেক গুপ্ত।
জি অ্যান্ড আর বাংলাদেশের অনলাইন বিজ্ঞাপন বাজার, যেটি স্থানীয় ওয়েবসাইট এবং বিজ্ঞাপনদাতাদের মধ্যে সংযোগ স্থাপনে নানা রকম কাজ করছে। প্রতিষ্ঠানটি এক হাজারের বেশি বাংলা ওয়েবসাইটে দুই কোটির মতো ব্যানার ও বিজ্ঞাপন পরিবেশন করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
Kazi Taufiqur Rahman
Senior Lecturer, EEE

Offline saikat07

  • Hero Member
  • *****
  • Posts: 630
  • Test
    • View Profile
    • My Web Address
Senior Lecturer,
Department Of Electrical and Electronic Engineering
Faculty of Engineering,
Daffodil International University.