Faculty of Allied Health Sciences > Public Health
ওষুধে সারে না সর্দি-কাশি!
(1/1)
rumman:
ভাইরাসের আক্রমণে গলায় খুসখুসে ভাব দেখা দিলে আমরা চট করে ছুটে যাই কাছের ওষুধের দোকানে। হাতের নাগালে পাওয়া ওষুধ খেয়ে সর্দি-কাশি নিরাময়ের চেষ্টা করি। আদতে সেগুলো কতটা কার্যকর, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। তাঁদের মতে, এসব ওষুধ কেনাটা অর্থের অপব্যয় ছাড়া আর কিছুই নয়। সর্দি-কাশি তবে সারবে কী করে?
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবাকেন্দ্রের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রচলিত ওষুধগুলো সর্দি-কাশি নিরাময়ে সাহায্য করে- এমন তথ্যের সপক্ষে কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি কখনোই। এসব ওষুধ বড়জোর ভাইরাসজনিত সর্দিজ্বরে নাক বন্ধ ভাব দূর করতে এবং জ্বর কমাতে সাহায্য করে। কিন্তু দ্রুত কফ দূর করতে এগুলোর ভূমিকা নেই। কফ নিরাময়ে কাজ করে আসলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা। মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা যতটা দ্রুত ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে, কফ ততটাই দ্রুত দূর হয়ে যাবে। সুতরাং সর্দি-কাশি নিরাময়ের চেষ্টায় বাজারে প্রচলিত ওষুধ খাওয়াটা কেবলই অর্থের অপচয়। তার চেয়ে বরং বাড়িতে বানানো মধু-লেবুর মিশ্রণ খাওয়াটাই শ্রেয় বলে মত দিয়েছেন চিকিৎসকরা। সূত্র : ডেইলি মেইল।
-
Navigation
[0] Message Index
Go to full version