IT Help Desk > ICT
যুক্তরাষ্ট্রের এসইও'র কাজ পাচ্ছে বাংলাদেশের ৫০০ ফ্রিল্যান্সার
(1/1)
faruque:
যুক্তরাষ্ট্রের এসইও'র কাজ পাচ্ছে বাংলাদেশের ৫০০ ফ্রিল্যান্সার -
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক অ্যাফিলিয়েট প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের পাঁচ শতাধিক ফ্রিল্যান্সার এসইও'র কাজ পাচ্ছেন। যারা কাজ পাচ্ছেন তারা ঘরে বসেই কাজ করার সুযোগ পাবেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ কাজটি পেতে অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত বাংলাদেশের বিএনএস প্ল্যানেট নামের একটি প্রতিষ্ঠান এ ক্ষেত্রে নির্বাচিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানির অনলাইন মার্কেটে প্রচারণার (এসইও) জন্য বাংলাদেশ থেকে কাজ করবে বিএনএস প্ল্যানেট নামের প্রতিষ্ঠানটি। তিন বছর মেয়াদি অনলাইন মার্কেটিংয়ের কাজটি বাস্তবায়ন করতে ইতোমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বিএনএস প্ল্যানেট।
এ সময় উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক উৎপল কুমার সরকার, বিএনএস প্ল্যানেটের ব্যবস্থাপনা পরিচালক মো. সারওয়ার হোসেনসহ অন্যরা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন জানান, সদ্য সমাপ্ত সরকারের হাইটেক পার্কের তত্ত্বাবধায়নে পরিচালিত এসইও'র কোর্স যারা শেষ করেছে তাদের প্রাথমিকভাবে এখানে কাজে লাগানো হবে। তিনি আরও জানান, প্রথম দিকে ১৫০ জনকে নিয়োগ দেওয়া হলেও পরবর্তীতে প্রশিক্ষণের মাধ্যমে এখানে পাঁচ শতাধিক লোকের কর্মসংস্থান হবে। ওই এসইও'র কাজের ক্ষেত্রে নারীদের বেশি প্রাধান্য দেওয়া হবে এবং কাজের দক্ষতার ভিত্তিতে তাদের বেতন দেওয়া হবে। নারীরা ঘরে বসেই কাজের সুযোগ পাবেন বলে জানান মনির হোসেন। বাংলাদেশ থেকে এ প্রকল্পটির কাজ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। -ইনফোটেক ডেস্ক
- See more at: http://www.bd-pratidin.com/information-tecnology/2014/10/19/37578#sthash.XmG8c1ix.dpuf
Navigation
[0] Message Index
Go to full version