দ্বৈত ভাষায় কমে মগজের বয়স

Author Topic: দ্বৈত ভাষায় কমে মগজের বয়স  (Read 2907 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
মাতৃভাষার বাইরে অন্য কোনো ভাষা শিক্ষা অনেকের কাছে দেশপ্রেমের ঘাটতি মনে হতে পারে। কিন্তু গবেষণা বলছে, দ্বিতীয় কোনো ভাষা শেখার মাধ্যমে মানুষের মস্তিষ্কের কোষগুলো আরো বেশি সচল হয়, যা কমিয়ে দেয় মস্তিষ্কের বয়স। এমনকি বুড়ো বয়সেও আপনি এ চ্যালেঞ্জ নিতে পারেন।
স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১১ থেকে ৭০ বছর বয়সের ২৬২ জনকে পরীক্ষা করে এ সিদ্ধান্তে পৌঁছান। তাঁরা দেখেছেন, নতুন ভাষার শব্দচয়ন, পঠন এবং ব্যাকরণ যেকোনো ব্যক্তিকেই বুদ্ধিদীপ্ত ও তুখোড় করে তোলে। এর আগের এক গবেষণায় জানা গিয়েছিল, বহু ভাষায় পরদর্শী ব্যক্তিদের স্মৃতিভ্রষ্ট রোগ কম হয়।
গবেষকরা একটি প্রশ্নকে সামনে রেখে এ গবেষণা পরিচালনা করেন। প্রশ্নটি ছিল, ‘দ্বৈত ভাষা’য় পারদর্শীরা বুদ্ধিমান হয়ে ওঠেন, নাকি বুদ্ধিমানরা দ্বিতভাষায় সাবলীল হয়? দেখা গেছে, যেকোনো বয়সেই দ্বিতীয় ভাষা রপ্ত করতে আগ্রহী মানুষ আগের তুলনায় ধীমান হয়ে ওঠেন।
এনালস অব নিউরোলজি জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, গবেষণাটি ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে সম্পন্ন হয়। অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের মধ্যে ৬৫ জন দ্বিতীয় ভাষা শেখা শুরু করেন ১৮ বছর বয়সের পর থেকে। দেখা গেছে, বয়সভেদে শরীরের অনেক কিছুরই পরিবর্তন হলেও মস্তিষ্কের ‘শেখার আগ্রহে’ কমতি থাকে না। সূত্র : বিবিসি।

Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar

Offline fatema_diu

  • Sr. Member
  • ****
  • Posts: 309
    • View Profile
Re: দ্বৈত ভাষায় কমে মগজের বয়স
« Reply #1 on: August 13, 2016, 05:59:33 PM »
Intertesting.