IT Help Desk > Telecom Forum
Smart batteries will charge in just two minutes!
(1/1)
ariful892:
সম্প্রতি এমনই একটি স্মার্ট ব্যাটারি তৈরি করেছেন গবেষকরা। কেন তা স্মার্ট? গবেষকরা বললেন, তাঁদের দাবি, স্মার্টফোনের ব্যাটারিতে ব্যবহার উপযোগী এমন একটি উপাদানের সন্ধান পেয়েছেন যার কল্যাণে দুই মিনিটেই মোবাইল চার্জ দেওয়া সম্ভব। এক খবরে জানিয়েছে আইএএনএস।
গবেষকরা বলছেন, তাক লাগানো উপাদানটির নাম টাইটেনিয়াম ডাই-অক্সাইড। উপাদানটি সানস্ক্রিনে পাওয়া যায়। সিঙ্গাপুরের ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা টাইটেনিয়াম ডাই-অক্সাইডের জেল ব্যবহার করে স্মার্ট এই ব্যাটারি তৈরির দাবি করেছেন। তাঁরা এই ব্যাটারি তৈরিতে প্রচলিত গ্রাফাইট অ্যানোডের পরিবর্তে সাশ্রয়ী এ উপাদানটিই বেছে নিয়েছেন আর তাতে চমৎকার ফলও পেয়েছেন।
হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, টাইটেনিয়াম ডাই-অক্সাইডের জেল ব্যাটারির রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে বলে দ্রুত চার্জ সম্পন্ন হয়। এই ব্যাটারি ১০ হাজার বার পর্যন্ত চার্জ দেওয়া যায় বলে এর আয়ু ২০ বছরেরও বেশি হতে পারে।
কবে নাগাদ বাজারে আসবে স্মার্টফোনের এই ব্যাটারি? গবেষকরা আশা করছেন, আগামী দুই বছরের মধ্যেই এই ব্যাটারি বাজারে ছাড়া সম্ভব হবে।
Source: http://www.bd24live.com/bangla/article/8409/index.html#sthash.eG43HGGx.dpuf
Navigation
[0] Message Index
Go to full version