Entertainment & Discussions > Life Style
Use of toothpaste
(1/1)
mustafiz:
দাঁত মাজার জন্য টুথপেস্ট। তবে আরও কিছু ক্ষেত্রে টুথপেস্ট দারুণ কাজ করে।
গৃহস্থালি বিষয়ক একটি ওয়েবসাইটে টুথপেস্ট দিয়ে নানান কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়।
গহনা পরিষ্কারে টুথপেস্টের জুড়ি নেই। অল্প একটু টুথপেস্ট নিয়ে নরম ব্রাশ বা কাপড় দিয়ে স্বর্ণ, রুপা বা যে কোনও পাথরের গহনায় হালকা ভাবে ঘষলে অলঙ্কারের উপরের দাগ বা মরিচা উঠে যায়। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেললেই গহনা চকচকে দেখাবে। এই পদ্ধতিতে কাপড় ও কার্পেটের দাগও দূর করা সম্ভব।
টুথপেস্ট ব্রণের ফোলা ও লালচেভাব কমাতে সাহায্য করে। ব্রণের উপর টুথপেস্ট লাগিয়ে কয়েক ঘন্টা বা সারারাত রেখে দিলে ব্রণের আকার ছোট হয়ে আসবে এবং ব্যাথা কমে যাবে। এছাড়া ছোটখাটো পোড়া, চুলকানি, মশা বা পোকামাকড়ের কামড় দেওয়া স্থানে পেস্ট লাগালে উপকার পাওয়া যায়।
পেঁয়াজ, রসুন ও মাছ কাটার পর হাতে গন্ধ থেকে যায়। সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে হাত ঘষলে গন্ধ চলে যাবে। এক্ষেত্রে সাদা ও কম ফ্লোরাইড যুক্ত নন-জেল টুথপেস্ট ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
Navigation
[0] Message Index
Go to full version