Health Tips > Health Tips
অ্যালকোহল পুরুষের বাবা হওয়ার ক্ষমতা নষ্ট করে দিতে পারে
(1/1)
faruque:
অ্যালকোহল পুরুষের বাবা হওয়ার ক্ষমতা নষ্ট করে দিতে পারে
মাত্র ৫ ইউনিট অ্যালকোহল একজন পুরুষের বাবা হওয়ার ক্ষমতা নষ্ট করে দিতে পারে। নতুন এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে। 'বিএমজি ওপেন' জার্নালে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ২০০ জন ডেনিশ পুরুষের ওপর পরিচালিত গবেষণায় এ তথ্য পাওয়া যায়।
ডেনিশ মিলিটারি সার্ভিসের রিক্রুট ওই পুরুষদের বয়স ১৮-২৮ বছরের মধ্যে ছিল। তাদের ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়। তারা সবাই অ্যালকোহল পান করতেন। নিয়মিতভাবে তাদের বীর্য ও রক্ত পরীক্ষা করা হয়েছিল। দেখা যায়, পুরুষদের অ্যালকোহল পানের সঙ্গে শুক্রাণুর গুণগত মানের সরাসরি যোগাযোগ রয়েছে। ব্রিটেনের ফিমেলফার্স্ট এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
দেখা গেছে, প্রতি সপ্তাহে ৭.৫ ইউনিট অ্যালকোহল এবং ২.৩ ইউনিট বিয়ার পানের ফলে পুরুষদের শুক্রাণুর গুণগত মানের যথেষ্ট অবনতি ঘটে।
গবেষকরা বলেন, শুক্রাণুর ওপর অ্যালকোহলের প্রভাব বিষয়ে এই প্রথমবারের মতো বিস্তারিত পরীক্ষা করা হলো। বিশ্বের বহু দেশের তরুণ সমাজ অ্যালকোহলে আসক্ত। কাজেই এটি জনস্বাস্থ্যবিষয়ক সমস্যা।
যত বেশি অ্যালকোহল পান করা হবে, শুক্রাণু তত বেশি কম উৎপন্ন হবে এবং এদের আকারও ছোট হতে থাকবে। কাজেই একজন পুরুষের বাবা হওয়ার ক্ষমতা নষ্ট করে দিতে পারে অ্যালকোহল।
- See more at: http://www.bd24live.com/bangla/article/8935/index.html#sthash.uCveUsQO.dpuf
Navigation
[0] Message Index
Go to full version