Educational > You need to know

স্কাইডাইভিংয়ে রেকর্ড!

(1/1)

khairulsagir:
ভূপৃষ্ঠের এক লাখ ৩৫ হাজার ফুট বা ৪১ হাজার মিটার ওপর থেকে প্যারাসু্যট নিয়ে ঝাঁপ দিয়ে (স্কাইডাইভ) নতুন রেকর্ড গড়েছেন গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যালান ইউস্টেস (৫৭)। এক লাখ ফুট উঁচু থেকে স্কাইডাইভিংয়ের একটি কর্মসূচির অধীনে আকাশের স্ট্র্যাটোস্ফিয়ার স্তর থেকে তিনি ঝাঁপ দেন। স্কাইডাইভিংয়ে এর আগের রেকর্ডটি ছিল অস্ট্রিয়ার ফেলিক্স বামগার্টনারের। আল-জাজিরা

Navigation

[0] Message Index

Go to full version