IT Help Desk > ICT

মানুষের কাজে লাগে বানাতে হবে এমন অ্যাপ

(1/1)

faruque:
মানুষের কাজে লাগে বানাতে হবে এমন অ্যাপ



জনসেবা ও সাধারণ মানুষের কাজে লাগে স্মার্টফোনের জন্য এমন অ্যাপ তৈরির ধারণা নিয়েই কাজ করছেন ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) তিন শিক্ষার্থী নাফে বিন মোশাররফ, তাসনিম মনজুর ও সানজিদা নাসরিন। তাঁদের অ্যাপের নাম ‘ইনফরমেশন অ্যাপ্লিকেশনস’। এতে বাংলাদেশের সব হাসপাতল, জরুরি অ্যাম্বুলেন্স, পুলিশ, র্যাবসহ অন্য জরুরি ফোন নম্বরগুলো পাওয়া যাবে। এই অ্যাপ নিয়েই তাঁরা অংশ নেবেন ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫-এ। তাঁদের মতো অনেক শিক্ষার্থীই এখন প্রতিযোগিতার জন্য অ্যাপের ধারণাপত্র তৈরির কাজ করছেন। গতকাল বুধবার এমআইএসটিতে দিনব্যাপী চলে এ প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় কার্যক্রম। আগ্রহী ব্যক্তিদের জানানো হয় প্রতিযোগিতার বিস্তারিত।

বেলা ১১টায় শুরু হয় প্রতিযোগিতা নিয়ে সেমিনার। সেমিনারের প্রধান অতিথি এমআইএসটির ডিন ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান বলেন, ‘অ্যাপ তৈরির প্রতিযোগিতায় অংশ নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা কিছু শিখতে পারবে এবং অনুপ্রেরণা পাবে।’ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান গ্রুপ ক্যাপ্টেন আফজাল হোসাইন বলেন, ‘সব মানুষের কাজে লাগবে এমন অ্যাপস তৈরি করতে হবে।’

স্মার্টফোনের অ্যাপ এবং এ প্রতিযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রতিযোগিতার আয়োজক এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) প্রধান কারিগরি পরামর্শক রাজেশ পালিত। সেমিনারে আরও বক্তব্য দেন প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। সেমিনারে গত বছরের বিজয়ী অ্যাপ নির্মাতা জুবায়ের হোসেন ও নাজমুল হোসেন তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আলোচনা শেষে ছিল একটি কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নিবন্ধিত হয়ে অংশ নেওয়ার ও ধারণাপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর।

 বিস্তারিত: www.eatlapps.com।

Navigation

[0] Message Index

Go to full version