Religion & Belief (Alor Pothay) > Islam
তাকওয়া অর্জনের প্রধান উপায় আত্মশুদ্ধি
(1/1)
faruque:
তাকওয়া অর্জনের প্রধান উপায় আত্মশুদ্ধি
তাকওয়া বা আল্লাহভীতি অর্জনের প্রধান উপায় হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি হলো অন্তর সংশোধন, খাঁটি করা, পাপমুক্ত করা, কলুষমুক্ত করা। আল্লাহতায়ালার স্মরণ, আনুগত্য ও ইবাদত ব্যতীত অন্যসব অন্যায় কাজ থেকে অন্তর পবিত্র রাখাকে আত্মশুদ্ধি বলা যায়। মানুষের আত্মিক প্রশান্তি, উন্নতি ও বিকাশ সাধনের জন্যও আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। আত্মশুদ্ধি মানুষকে বিকশিত করে। মহান আল্লাহতায়ালা পবিত্র কোরআনে উল্লেখ করেন, 'নিশ্চয়ই যে ব্যক্তি আত্মাকে পুতপবিত্র রাখল সেই সফলকাম হবে, আর সে ব্যক্তিই ব্যর্থ হবে, যে নিজেকে কলুষিত করবে।' (সূরা শামস : ৯-১০)।
ইলমে ফিকহর সম্পর্ক হচ্ছে মানুষের প্রকাশ্য কার্যকলাপের সঙ্গে। আর অন্তরের অবস্থার সঙ্গে যার সম্পর্ক তাকে বলা হয় তাসাউফ। যেমন কেউ সালাত আদায় করছে, এখানে ফিকহ শুধু এতটুকুই দেখবে যে, সে ঠিকমতো অজু করল কিনা, কেবলার দিকে মুখ করে দাঁড়াল কিনা, সালাতের সব অপরিহার্য শর্ত পালন করল কিনা ইত্যাদি। পক্ষান্তরে তাসাউফ এখানে বিবেচনা করবে, ইবাদতের সময় তার অন্তরের অবস্থা কী ছিল, সে আল্লাহর দিকে একাগ্রচিত্ত ছিল কিনা, তার অন্তর পার্থিব চিন্তাভাবনা থেকে মুক্ত ছিল কিনা, সালাতের মাধ্যমে তার অন্তরে আল্লাহভীতি অর্জিত হলো কিনা, আত্মা কতটা পরিশুদ্ধ হয়েছে ইত্যাদি। মানুষের অন্তর হলো স্বচ্ছ কাচের মতো। যখনই মানুষ কোনো খারাপ কাজ করে তখনই একটি কালো দাগ পড়ে। এভাবে বার বার পাপ কাজ করার মাধ্যমে মানুষের অন্তর পুরোপুরি কলুষিত হয়ে যায়। অন্তর যদি সৎ ও ভালো কাজের নির্দেশ দেয় তবে দেহও ভালো কাজ করে। মহান আল্লাহ এ সম্পর্কে বলেন, 'কখনোই নয়, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরিচা ধরিয়েছে।' (সূরা আল মুতাফফিন : ১৪)।
আত্মশুদ্ধির প্রধান উপায় হলো খারাপ কাজ ত্যাগ করা এবং কুচিন্তা, কুঅভ্যাস বর্জন করা। সদাসর্বদা সৎকর্ম, সৎচিন্তা, নৈতিক ও মানবিক আদর্শে স্বীয় চরিত্র গড়ে তোলার দ্বারা আত্মশুদ্ধি অর্জন করা যায়। মহানবী (সা.) বলেছেন, প্রত্যেক বস্তুরই পরিষ্কার করার যন্ত্র রয়েছে। আর অন্তর পরিষ্কারের যন্ত্র হলো আল্লাহর জিকির। (বায়হাকি)। অধিক পরিমাণে আল্লাহতায়ালার স্মরণ ও জিকিরের মাধ্যমে অন্তরের কালো দাগ ও মরিচা দূর করা যায়। এ ছাড়াও তওবা ইস্তেগফার, তাওয়াক্কুল, জুহদ, এখলাস, সবর, শোকর, কোরআন তেলাওয়াত, সালাত ইত্যাদির মাধ্যমেও আত্মশুদ্ধি অর্জন করা যায়। আর যখনই আত্মশুদ্ধি হবে তখনই তাকওয়া অর্জিত হবে।
- See more at: http://www.bd-pratidin.com/islam/2014/10/27/39562#sthash.OScpyj6K.dpuf
monirulenam:
Thanks for the post
Navigation
[0] Message Index
Go to full version