Faculty of Allied Health Sciences > Public Health

ইবোলা ট্র্যাকিং পদ্ধতি চালু

(1/1)

khairulsagir:
বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) ইবোলা ট্র্যাকিং পদ্ধতি চালু করেছে। ভয়ংকর এ রোগে ইতিমধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে। বর্তমানে সিয়েরা লিওনে ইবোলা ট্র্যাকিং পদ্ধতি চালুর ব্যাপারে কাজ করছে আইবিএম। সিয়েরা লিওনে এ পদ্ধতিতে একটি সুপার কম্পিউটিং ডেটা পদ্ধতি চালু করা হয়েছে, যা ইবোলাসংক্রান্ত তথ্য, সরকারি উদ্যোগ, সহযোগী সংস্থার তথ্য, আক্রান্ত ব্যক্তিদের তথ্য ইত্যাদি বিষয় সহজে পাওয়া যাবে। তা ছাড়া এ পদ্ধতিতে সহজে এসএমএস কিংবা ভয়েস কলের মাধ্যমেও নির্দিষ্ট এলাকার তথ্য পাওয়া যাবে। এতে করে সহজেই তথ্যগুলো সবার হাতের নাগালে চলে আসবে।

ইতিমধ্যে এ কার্যক্রমের আওতায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইবোলা আক্রান্ত ব্যক্তিদের তথ্য একসঙ্গে ট্র্যাক করার কাজ শুরু হয়েছে। এ তথ্য থেকে যে কেউ জানতে পারছেন কোন অঞ্চলে আক্রান্ত মানুষের সংখ্যা বেশি, কোন অঞ্চলে দ্রুত চিকিৎসা প্রয়োজন কিংবা কোন অঞ্চলে কতটা দ্রুত এ রোগ বিস্তার করছে। আফ্রিকা অঞ্চলের আইবিএম গবেষণাকেন্দ্রের প্রধান বিজ্ঞানী উয়ি স্টুয়ার্ট বলেন, ‘আমরা গবেষণা করে দেখেছি ইবোলাসংক্রান্ত তথ্যগুলো একজায়গায় আনা যায় এবং সেটি পিন করে নির্দিষ্ট জায়গা দেখানো যায়, তাহলে দ্রুত আকারে ব্যবস্থা নেওয়া সম্ভব। এ ছাড়া মোবাইল প্রযুক্তিকাজে লাগিয়ে এসব তথ্য আমরা সরকারি পর্যায়ে পৌঁছানো ছাড়াও দাতা সংস্থাগুলোর কাছে সহজে পৌঁছে দিতে পারি।’
সিয়েরা লিওনের ওপেন গভর্নমেন্ট উদ্যোগের পরিচালক খাদিজা শেসে বলেন, ইবোলার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আগে জানা দরকার এর বিস্তার ও প্রয়োজনীয় তথ্যগুলো। সে ক্ষেত্রে এ তথ্যগুলো যতটা উন্মুক্ত হবে, ততটা ভালো। —বিবিসি অবলম্বনে কাজী আলম

Navigation

[0] Message Index

Go to full version