Entrepreneurship > Successful Entrepreneur

সফল হতে চাইলে যা একদমই করা যাবে না

(1/1)

faruque:
সফল হতে চাইলে যা একদমই করা যাবে না



জীবনে যারা সফল হয়েছে আর যারা ব্যর্থ হয়েছেন তাদের মধ্যে মেধা বা বুদ্ধিগত তেমন বেশি পার্থক্য থাকে না। তবে তারা একটু বেশি কৌশলি হন। এবং তারা কিছু বিষয় করা থেকে বিরত থাকেন। এ ব্যাপারে বিখ্যাত ভারতীয় লেখক শিব খেরা বলেন, সফলরা ভিন্ন কাজ করেন না, তারা একই কাজ অন্যদের চেয়ে ভিন্নভাবে করেন।

প্রকৃতপক্ষে সফলদের সঙ্গে ব্যর্থদের পার্থক্য খুব সামান্য, বলতে গেলে ভগ্নাংশের। তবে এ ভগ্নাংশের পার্থক্য দূর করতে দরকার কিছু বিষয়ে অভ্যাস গড়ে তোলা। যেমন জীবনে যারা সফল হয়েছেন তারা কয়েকটি কথা বা বাক্য কখনো কাজ বা সিদ্ধান্ত নিয়ে গিয়ে মুখ থেকে বের করনেনি। বাক্যগুলো হলো :

১. আমাদের দ্বারা কাজটি হবে না; ২. জানি না কাজটি কিভাবে করব; ৩. ব্যাপারটি কি তা আমি জানি না; ৪. আমি নিজেই সব করেছি; ৫. এটা খুব তাড়াতাড়ি হচ্ছে; ৬. খুব দেরি হয়ে যাচ্ছে; ৭. আমাদের একসঙ্গে কাজ করা সম্ভব নয়; ৮. অন্যসময় করব; ৯. দুঃখিত, আমি খুব ব্যস্ত; ১০. সবটাই আমার অবদান ; ১১. আমি কখনো বই পড়িনি; ১২. আমি যথার্থ নই; ১৩. বার বার ঠিক আছে বলা এবং ১৪. আমার অবসরের দরকার নেই।

তবে সফল হতে চাইলে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো নিজেকে উপলব্ধি করা। সফলরা হয়তো স্রেফ অণুপ্রেরণা যোগাতে পারেন। কিন্তু সফল হওয়ার তাড়া মানুষের ভেতর থেকেই আসতে হবে। তা হলেই ব্যাস!

- See more at: http://www.bd-pratidin.com/life.../2014/11/02/41003#sthash.4GCEG3gW.dpuf

Navigation

[0] Message Index

Go to full version