Health Tips > Heart
হৃদপিণ্ডের অবস্থা ধরতে সহায়ক যন্ত্র আবিষ্কার
(1/1)
faruque:
হৃদপিণ্ডের অবস্থা ধরতে সহায়ক যন্ত্র আবিষ্কার
মানুষের হৃদপিণ্ডের অবস্থা ধরতে সহায়ক একটি বিশেষ যন্ত্র আবিষ্কার করেছেন ভারতের একজন গবেষক। এটি কাউকে তার হৃদপিণ্ডের আবেগীয় ও শারীরিক অবস্থা ধরতেও সাহায্য করবে বলে শ্রীনিবাসন মুরালি নামে ওই গবেষণক জানিয়েছেন। খবর দ্য হিন্দু অনলাইনের
সুইজারল্যান্ডভিত্তিক 'স্মার্টকার্ডিয়া' নামে একটি প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও শ্রীনিবাসন মুরালি। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, 'দ্য ইনার ইউ [আইএনওয়াইইউ] নামে পরিধানযোগ্য এ যন্ত্রটি ব্যবহারকারীকে তার শারীরিক ও আবেগীয় স্বাস্থ্য বুঝতে ও নিয়ন্ত্রণ [ম্যানেজ] করতে সাহায্য করবে।'
উল্লেখ্য, যন্ত্রটির দাম ৯ হাজার রুপি ধরা হতে পারে বলে জানা যায়।
- See more at: http://www.bd-pratidin.com/high-lights/2014/11/02/41047#sthash.sOvRYBjR.dpuf
Navigation
[0] Message Index
Go to full version