Faculty of Allied Health Sciences > Public Health
ওজন কমাবে বাঁধাকপি
(1/1)
Saqueeb:
আমরা প্র্রতিনিয়ত ওজন কমাতে চাই। কিন্তু সবাই আমরা জানিনা কিভাবে ওজন কমাতে হবে। আজকে জেনে নিন নতুন একটি মেদ কমানোর পদ্ধতি। শীত আসছে বাজারে এখন বাঁধাকপির রমরমা। আমরা অনেকেই জানি না, এই সাধারণ সবজিটি ওজন কমাতে আমাদের সাহায্য করে। ওজন কমিয়ে নিজেকে স্লিম আর আকর্ষণীয় করে তুলতে বাঁধাকপির স্যুপ বেশ কার্যকরী। নিয়মিতভাবে দিনে অন্তত একবার এই স্যুপ খেলে ওজন কমার সম্ভাবনা দ্রুত। জেনে নিন কিভাবে এই ডায়েট স্যুপ তৈরি করবেন।
উপকরণ: বাঁধাকপি, ফুলকপি,গাজর, পেয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, ডিম, অলিভ অয়েল, গোলমরিচ, নুন।
রান্নার ধরণ: প্রথমে কড়াইতে ১ টেবিল চামচ অলিভ অয়েল নিন। তাতে ২টি কাঁচা লঙ্কা, ১টি গোটা পেঁয়াজ কুচি করে কাটা, ২ কোয়া রসুন কিছুক্ষণ ভেজে নিন। এরপর একটি বড় পাত্রে ৬ কাপ জলে ৪ কাপ পরিমাণ কাটা বাঁধাকপি, অল্প পরিমাণে ফুলকপি ও গাজর কুচি দিয়ে সিদ্ধ করতে থাকুন। সবজি আধা সিদ্ধ হয়ে গেলে ১টি ডিমের সাদা অংশ, স্বাদ মতো নুন ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নাড়তে থাকুন। এরপর ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন।
ব্যস ক্যাবেজ ডায়েট স্যুপ তৈরি। এবার একটি স্যুপ বোল-এ ঢেলে ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম গরম খেয়ে নিন এবং নিজেকে ফিট এবং স্লিম রাখুন।
alaminph:
valo post
Ferdousi Begum:
Can we have this now?
Navigation
[0] Message Index
Go to full version