আমি ‘ক্রিকেট ঈশ্বর’ নই : শচীন

Author Topic: আমি ‘ক্রিকেট ঈশ্বর’ নই : শচীন  (Read 719 times)

Offline mustafiz

  • Hero Member
  • *****
  • Posts: 524
  • Test
    • View Profile
বিশেষজ্ঞরা তাকে ‘ক্রিকেট ঈশ্বর’ বলেই মানেন। ভক্তরাও তাকে 'ঈশ্বর' রূপে পুজো করেন। কিন্তু তা মানতে নারাজ শচীন তেন্ডুলকার। তিনি মনে করেন, 'খেলার মাঠে প্রচুর ভুল করেছেন, তাই তিনি ঈশ্বর হতে পারেন না।'


সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান আন্তজার্তিক ক্রিকেট সর্বাধিক রানের মালিক শচীন তেন্ডুলকার।

গত বছর নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শচীন তেন্ডুলকার। ২৪ বছরের ক্যারিয়ারে ৩৪ হাজারেরও বেশি রান রয়েছে মাস্টার ব্লাস্টারের ঝুলিতে। প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির নজির গড়েছেন শচীন।

মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট পা-রাখা মারাঠি আড়াই দশক ধরে শাসন করেছে ক্রিকেট বিশ্বকে। তাকে নিয়ে আরো কোনো বিশেষণ খুঁজে না-পেয়ে 'ক্রিকেট ঈশ্বর' অ্যাখ্যা দিয়েছেন ক্রিকেট লিখিয়েরা।

কোটি কোটি ভক্তের ভালোবাসায় প্লাবিত শচীন বলেন, "আমি ভাগ্যবান, মানুষ আমাকে এতো ভালোবাসে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যদিও তা যথেষ্ট নয়।"