Entertainment & Discussions > Cricket
ব্র্যাডম্যানের পরেই মুমিনুল!
(1/1)
mustafiz:
চট্টগ্রাম টেস্টে অপরাজিত শতকের সুবাদে গ্রায়েম পোলক, জর্জ হেডলিদের ছাড়িয়ে গেলেন মুমিনুল হক। অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের পর টেস্ট ক্রিকেটে সেরা গড় এখন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যানের।
৫ উইকেটে ৩১৯ রানে অধিনায়ক বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ঘোষণা করার সময় ১৩১ রানে অপরাজিত ছিলেন মুমিনুল।। ১২ টেস্টের ২৩ ইনিংসে এই ব্যাটসম্যানের গড় ৬৩.০৫।
২০টির বেশি ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে ব্র্যাডম্যানের ৯৯.৯৪ রানের অবিশ্বাস্য গড়ের পরের স্থানটিতে উঠে এসেছেন মুমিনুল।
২০টির বেশি ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে ৬০ এর ওপর গড় রয়েছে আর তিন জনের - দক্ষিণ আফ্রিকার গ্রায়েম পোলক (৬০.৯৭), ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলি (৬০.৮৩) ও ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ (৬০.৭৩)।
বর্তমান সময়ে ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ৫৮.৭৬ গড় নিয়ে সাতে এবং পাকিস্তানের ইউনুস খান ৫৩.৯৮ গড় নিয়ে ১৯ নম্বরে রয়েছেন।
চট্টগ্রাম টেস্ট শুরুর আগে মুমিনুলের গড় ছিল ৫৬.৬১। প্রথম ইনিংসে ৪৮ করায় তা একটু কমে। তবে দ্বিতীয় ইনিংসে অপরাজিত শতকে সবাইকে ছাড়িয়ে ব্র্যাডম্যানের পরের জায়গায় চলে যান ছোটোখাট এই ব্যাটসম্যান।
১২ টেস্টে চারটি শতক ও সাতটি অর্ধশতক রয়েছে মুমিনুলের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে পঞ্চাশোর্ধ ইনিংস খেলে এভারটন উইকস, সুনীল গাভাস্কার, মার্ক টেইলরদের মতো কিংবদিন্তদের পাশে দাঁড়ান তিনি। তাদের প্রত্যেকেরই প্রথম ১২ টেস্টে ১১টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস রয়েছে।
এনিয়ে টানা ৯ টেস্টে এক ইনিংসে কমপক্ষে অর্ধশতক পেলেন মুমিনুল।
hassan:
Hope so Mominul will continue his good form.
Navigation
[0] Message Index
Go to full version