IT Help Desk > ICT
লুমিয়াতে মিলবে এবার উইন্ডোজ ১০
(1/1)
faruque:
লুমিয়াতে মিলবে এবার উইন্ডোজ ১০
মাইক্রোসফট সংস্থার পক্ষ থেকে আগেই জানান হয়েছেল নোকিয়ার নাম পরিবর্তনের কথা। এবার লুমিয়া সিরিজের ফোনের সফটওয়্যারেও হতে চলেছে পরিবর্তন। লুমিয়া ফোনে এবার মিলবে উইন্ডোজ ১০।
গত মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, নোকিয়ার নাম পরিবর্তন হয়ে বাজারে আসা মাইক্রোসফটের ফোনগুলিতে সফটওয়্যার আপডেট করা হবে। উইন্ডোজ আটের পরিবর্তে এবার লুমিয়াতে আপগ্রেড করা হবে। ফোনগুলিতে এবার দেওয়া হবে উইন্ডোজ ১০। তবে কবে উইন্ডোজ ১০-এর ফোন বাজারে আসবে সে বিষয়ে কিছু জানান হয়নি সংস্থার পক্ষ থেকে।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৪/মাহবুব
- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2014/11/17/44153#sthash.QDDOxAV4.dpuf
Navigation
[0] Message Index
Go to full version