IT Help Desk > ICT
৪৩ কোটি ডলারের সুপার কম্পিউটার!
(1/1)
faruque:
বিখ্যাত কম্পিউটার যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম, এনভিডিয়া এবং মেলানক্স থেকে ক্রয়কৃত যন্ত্রপাতি দিয়েই তৈরি করা হবে সুপার কম্পিউটার। যা হবে যুক্তরাষ্ট্রের বর্তমান সবচেয়ে দ্রুতগামী কম্পিউটারের তুলনায় সাতগুন বেশি দ্রুতগামী।
সামিট এবং সিয়েরা নামের দুটি সুপার কম্পিউটার নির্মানে ব্যবহার করা হবে যথাক্রমে ১৫০ এবং ১০০ পেটাফ্লপ। যেখানে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী কম্পিউটার চীনের তিহানে-২ তে ব্যবহৃত হয়েছে মাত্র ৫৫ পেটাফ্লপ।
যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় এই দুটি সুপার কম্পিউটার তৈরিতে ব্যয় করতে যাচ্ছে প্রায় ৪৩ কোটি ডলার। পরমাণু গবেষণা এবং বিভিন্ন গবেষণামূলক কাজের জন্য এই কম্পিউটার দুটি তৈরি করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়।
দেশটির টেনেসিতে অবস্থিত ওক বিগ ন্যাশনাল ল্যাবরেটরি এবং ক্যালিফোর্নিয়ার লরেন্স ন্যাশনাল ল্যাবরেটরি নামের দুটি প্রতিষ্ঠানকে মার্কিন জ্বালানি মন্ত্রণালয় এই কম্পিউটার তৈরিতে বাজেট বরাদ্দ করেছে। এরমধ্যে ৩২ দশমিক ৫ কোটি ডলার কম্পিউটার তৈরিতে এবং বাকী ১০ কোটি ফাস্টফরোয়ার্ড নামের একটি প্রকল্প চালানোর জন্য দেয়া হচ্ছে বলে মন্ত্রণালয় ঘোষিত প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়।
বিশ্বের যেকোনো প্রান্তের গবেষকরাই সামিট সুপার কম্পিউটারটি ব্যবহার করতে পারবেন। তবে এজন্য তাদের আবেদন করতে হবে। অন্যদিকে সিয়েরা কম্পিউটারটি ব্যবহার করবে মার্কিন পরমাণু নিরাপত্তা অধিদপ্তর।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৪/জান্নাত
- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2014/11/15/43737#sthash.QVRCdgoV.dpuf
Navigation
[0] Message Index
Go to full version