Faculties and Departments > Life Science

লেবু চা

(1/2) > >>

Saqueeb:
উপকরণ

চা-পাতা ১ চা-চামচ, চিনি ২ চা-চামচ, লেবুর রস ২ চা-চামচ, লবণ ১ চিমটি, পানি ২ কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, তেজপাতা ১টি।

প্রণালি

চুলায় পানি ফুটে উঠলে লেবু ছাড়া বাকি সব উপকরণ দিতে হবে। লালচে হলে লেবু দিয়ে নামিয়ে নিন। লেবুর ছোট টুকরা ও সামান্য আদা কুচি কাপে দিয়ে পরিবেশন করতে পারেন।

drrizona:
Tasty and as well as herbal medicine for cough and cold.

Kazi Taufiqur Rahman:
thanks :)

ayasha.hamid12:
most easy to make..  :D

ummekulsum:
 ;D... I like this tea

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version