Faculty of Allied Health Sciences > Public Health

পাউরুটি দই-সালাদ

(1/1)

Saqueeb:


উপকরণ

টমেটো ২০ গ্রাম, শসা ২০ গ্রাম, গাজর ২০ গ্রাম, ক্যাপসিকাম ২০ গ্রাম, পেঁয়াজ কুচি (সিরকায় ভেজানো) ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, চিনি ১ চা-চামচ, টক দই ২ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া আধা চা-চামচ। পছন্দমতো নানা রকম সেদ্ধ সবজি দেওয়া যেতে পারে। লবণ স্বাদমতো, ঘিয়ে ভাজা পাউরুটি আধা কাপ।

প্রণািল

ওপরের সব উপকরণ এক সঙ্গে মাখিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

ayasha.hamid12:
I will try at home. :)

Navigation

[0] Message Index

Go to full version