Educational > Higher Education
Which you would like to know about IELTS
(1/1)
ariful892:
আইইএলটিএস (IELTS) নিয়ে আপনি যা জানতে চান
আইইএলটিএস আপনার ইংরেজি ভাষায় দক্ষতার একটি পরীক্ষা। ভাষার ৪টি দিকঃ পড়া, শোনা, লেখা এবং বলা। প্রত্যেকটিতে আপনার দক্ষতা কেমন, তা পরীক্ষা করা হয়।
কেন আইইএলটিএস?
উচ্চ শিক্ষার জন্য USA, UK, Australia-র মতো দেশগুলোতে ভিসা প্রাপ্তির একটি অন্যতম শর্ত হলো আইইএলটিএস-এ আপনার স্কোর।
কত স্কোর লাগে?
আইইএলটিএস পরীক্ষায় সর্বোচ্চ স্কোর ৯। যারা HSC করে বিদেশে পড়তে চান তাদের সাধারনত ৫.৫ স্কোর লাগে। আর যারা মাস্টার্স বা PHD করবেন তাদের সাধারনত ৬.৫ বা ৭ লাগে।
কিভাবে স্কোর নির্ধারন করা হয়?
Listening, Reading, Writing, এবং Speaking এই ৪ ক্ষেত্রেই আলাদাভাবে সর্বোচ্চ স্কোর থাকে ৯। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি কত পেলেন তা যোগ করে ৪ দিয়ে ভাগ দিয়ে গড় করা হয়। আপনার গড় যদি হয় ৬.২৫ তবে আপনার সার্টিফিকেটে দেখাবে ৬.৫। আবার গড় যদি হয় ৬.১২৫ তবে সার্টিফিকেটে দেখাবে ৬।
কোথায় পরীক্ষা হয়?
British Council এবং IDP-তে আইইএলটিএস পরীক্ষা দিতে হয় । পরীক্ষার রেজিঃ ফি ১৩,৮০০+ টাকা।
পরীক্ষার জন্য কোথায় প্রস্তুতি নেবেন?
এক যুগেরও বেশি সময় ধরে আইইএলটিএস-এর প্রস্তুতি সেবা দিয়ে যাচ্ছে সবার প্রিয় প্রতিষ্টান সাইফুর’স। এখানে একটি লিংক দেওয়া হলো (www.saifurs.org/ielts-registration)। এই লিংকে আইইএলটিএস এর প্রস্তুতি নিতে শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশনের জন্য বিশেষ ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন।
Md. Al-Amin:
Important for knowledge seekers.......
Navigation
[0] Message Index
Go to full version