Faculty of Allied Health Sciences > Public Health

Reason of Old aged blindness revealed

(1/1)

rumman:
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৃষ্টি নিষ্প্রভ হতে থাকে। এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বংশগত ইতিহাসকেই দায়ী করেছেন। একই সঙ্গে এর জন্য দায়ী বংশগতি তথা জিনটিও চিহ্নিত করেছেন। এখনো গবেষণা চলছে। কারণ দৃষ্টি নিষ্প্রভ হওয়ার জন্য দায়ী বংশগতির প্রক্রিয়া জানতে চান বিজ্ঞানীরা। এর মাধ্যমে বের করতে চান দৃষ্টি সুরক্ষার উপায়। বিজ্ঞানীদের দাবি, সেই প্রক্রিয়াটি তাঁরা জানতে পেরেছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের ফ্যাকাল্টি অব মেডিক্যাল হিউম্যান সায়েন্সেসের বিজ্ঞানীরা জানান, এর আগে গবেষণায় বয়সজনিত অন্ধত্বের জন্য সিএফএইচ নামক বংশগতি থেকে উৎপাদিত এফএইচ প্রোটিনের অভাবের কথা বলা হয়েছিল। কিন্তু এ গবেষণায় তাঁরা দেখেন, ওই একই বংশগতি থেকে উৎপাদিত এফএইচএল-১ প্রোটিনটির ভূমিকাই বয়সজনিত অন্ধত্বের মূল। তাঁরা জানান, এফএইচ প্রোটিনের চেয়ে এফএইচএল-১ প্রোটিনটি আকারে তিন ভাগের এক ভাগ ছোট। আকারে ছোট হওয়ায় এটি চোখের পেছন দিকে উদ্দিষ্ট স্থানে পৌঁছতে পারে। এ প্রোটিনটি পর্যাপ্ত মাত্রায় চোখে উপস্থিত থাকলে চোখের জন্য প্রয়োজনীয় রোগ প্রতিরোধব্যবস্থায় ভারসাম্য রক্ষা করতে পারে। কিন্তু এর অভাব ঘটলে এই ভারসাম্য নষ্ট হয়। ফলে ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমতে থাকে। বয়সের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমে যাওয়ার এ প্রক্রিয়া আবিষ্কারের ফলে এটি প্রতিরোধের উপায় খুঁজে বের করা সম্ভব বলে বিজ্ঞানীদের বিশ্বাস। সূত্র : টাইমস অব ইন্ডিয়া। -

Source: http://www.kalerkantho.com

ayasha.hamid12:
Really full of information.

diljeb:
learned a lot.

drrizona:
Quite informative .

Navigation

[0] Message Index

Go to full version