IT Help Desk > ICT
চার ইঞ্চির পার্সোনাল কম্পিউটার
(1/1)
faruque:
চার ইঞ্চির পার্সোনাল কম্পিউটার
ইনটেল বাজারে আনল চার ইঞ্চির পিসি। নাম ‘নেক্সট ইউনিট অব কম্পিউটিং’ (এনইউসি) পিসি। সংস্থার তরফে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছোট ও পাতলা অন্য যে কোনও পিসি’র থেকে এই এনইউসি পিসি ভাল ও দ্রুত কাজ করবে।
এনইউসি এই পিসির মাপ চার ইঞ্চি বাই চার ইঞ্চি। এই পিসি প্রয়োজন অনুযায়ী হোম থিয়েটার, মিডিয়া সার্ভার বা পার্সোনাল ক্লাউড স্টোরেজ হিসেবেও ব্যবহার করা যাবে বলেও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। আকারে ছোট হওয়ার পাশাপাশি এই পিসিতে আছে গেমিং ও বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা।
ইনটেল এনইউসি দুই ধরনের পিসি এনেছে। একটি হচ্ছে বোর্ড এবং আরেকটি কিট। বোর্ড তৈরি হয়েছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি আকারের মাদারবোর্ড দিয়ে। অপরদিকে ইনটেল এনইউসি কিটে আছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি আকারের মাদারবোর্ড সহ উন্নত মানের প্রসেসর, চারদিক ঘেরা কেসিং,পাওয়ার ব্রিক, ভিইএসএ মাউন্টিং ব্র্যাকেট, ওয়্যারলেস অ্যান্টেনা,ইন্টেল ব্র্যান্ড স্টিকার এবং একটি পাওয়ার কর্ড। দ্রুত স্টোরেজ পারফরম্যান্সের জন্য এসএসডি এবং অধিক ধারণ ক্ষমতার জন্য ২.৫ ইঞ্চির হার্ড ড্রাইভ।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৪/মাহবুব
- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2014/11/21/45011#sthash.AVjNuFRe.dpuf
Navigation
[0] Message Index
Go to full version