Faculties and Departments > Real Estate
চট্টগ্রামে প্রথম শব্দহীন পরিবেশবান্ধব পাইলিং যন্ত্র নিয়ে এলো ইকুইটি।
(1/1)
sahadat_185:
প্রতি ৮ ঘণ্টায় ৬০০ থেকে ৮০০ মিটার পাইলিং করতে পারে ‘হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার’ সুউচ্চ ভবন নির্মাণের
আগে পার্শ্ববর্তী ভবনগুলোর নিরাপত্তার স্বার্থে নির্মাণকারীদের
চারপাশে পাইলিং (নিরাপত্তা বেষ্টনী) করতে গিয়ে পার্শ্ববর্তী ভবনে কম্পন, শব্দ দূষণসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটাতে হচ্ছে।
তবে আধুনিক প্রযুক্তির কল্যাণে ইকুইটির গ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং এবার আনলো হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার যা পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং দ্রুত পাইলিং কাজ করতে পারে।
নগরীর প্যারেড কর্ণারের পাশে ইকুইটির অরুনিমা প্রজেক্টে পাইলিংয়ের কাজে অত্যাধুনিক এই যন্ত্রটি চট্টগ্রামে প্রথমবারের
মতো ব্যবহৃত হয়েছে।
Navigation
[0] Message Index
Go to full version