Faculties and Departments > Real Estate

অনেক ব্যবসায়ী ভাবেন অপেক্ষাকৃত কম মূল্যে আকারে ছোট সাইজের ইট ব্যবহার করলে অসুবিধা কি ?

(1/1)

sahadat_185:
অনেক সময় এর বিপরীতে কথা বলতে গেলে সিনিয়র ইঞ্জিনিয়ারের কাছে জুনিয়র ইঞ্জিনিয়ারকে শুনতে হয় নানান ধরনের কটুক্তি । কিন্তু আসলেই ছোট আকারের ইট ব্যবহারের
ফলে কি কি ধরনের সমস্যা এবং আর্থিক ক্ষতি হতে পারে দেখুন..

১। গাঁথনী সমান হয় না, ফলে গাঁথনীর সময় একপাশ মেলালে আরেক পাশ মিলে না,
২। ইটের আকার ঠিক না থাকায় সব জোড়া মাঝখানে পড়েনা ,
৩। গাঁথনীর শল মিলাতে গিয়ে অতিরিক্ত মসলার ব্যবহার করতে হয় , ইটের ক্ষেত্রে টাকা বাঁচাতে গিয়ে সিমেন্ট বালুতে তার চেয়ে বেশী টাকা ব্যয় হয় ,
৪। প্রচুর ইটের অপচয় হয়
৫। বেছে বেছে ব্যবহার করতে গিয়ে মিস্ত্রিদের সময় বেশী লাগে,
ফলে মিস্ত্রি খরচ বেড়ে যায় ।
৬। কাজ চলাকালীন সময় ক্রেতা সাইট পরিদর্শনে গেলে বিমুখ হয়ে যায়,ফলে বিক্রির আশংকা কমে যায় ।

Navigation

[0] Message Index

Go to full version