Faculties and Departments > Real Estate
REAL ESTATE AGENT এর মাধ্যমে ফ্ল্যাট/ জমি কিনলে কি কি সুবিধা পাওয়া যায়
(1/1)
sahadat_185:
১। তারা বর্তমান ফ্ল্যাট/জমি-জমার বাজার দর সম্পর্কে খুবই অভিজ্ঞ এবং সর্ব জ্ঞাত, তাই খুব সহজেই প্রকৃত দামের সাথে যেগুলোর সামঞ্জস্য কম তা বাদ দিতে পারেন।
২। বাজারের কোন লোকেশন এর জন্য এই মুহূর্তে কি কি অফার চলছে তা জানেন এবং তাদের খুবই ভালো নেগশিয়েশন্স স্কিলস এর কারনে ক্রেতা সবচেয়ে কমদামেই ফ্ল্যাট/ জমি কিনতে পারেন।
৩। Real Estate Agent এর মাধ্যমে ফ্ল্যাট/জমির আগাম দাম কম-বেশি হবে কিনা তাও জানা যেতে পারে, তাই ক্রেতা-বিক্রেতা উভয়ই সুবিধা নিতে পারেন।
৪। আপনার ফ্ল্যাট/জমির অবস্থান যত ভালোই হোক না কেন, যদি বেশি পরিমাণ ক্রেতা- বিক্রেতা না জানে তাহলে সঠিক দামে বেচা বা কেনা অনেক কঠিন হয়ে যায়। তাই একজন ক্রেতা বিক্রেতা যদি নিজে নিজেই কেনা বা বেচার চেষ্টা করেন, অনেক সময় মাসের পর মাস সময় পেরিয়ে গেলেও সঠিক দামে কিনতে বা বেচতে পারেন না, শুধু তাদের মূল্যবান সময়ই নষ্ট হয়।
Navigation
[0] Message Index
Go to full version