Faculties and Departments > Real Estate
আসুন সবাই মিলে একটু সচেতন হই......
(1/1)
sahadat_185:
মানুষের জীবনের সাথে, জীবনের নিরাপত্তার সাথে কোন কম্প্রোমাইজ চলেনা......
আপনার বাড়ী আপনার পরিবার, আপনার সন্তানদের আবাস, সামান্য লাভের জন্য একে ঝুঁকির মাঝে ফেলবেন না। প্রফেশনাল
ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন, বিল্ডিং কোড মেনে চলুন।
সিলেট বাংলাদেশের অন্যতম ভূমিকম্প-প্রবণ এলাকা অথচ এখানে কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে মিস্ত্রী দিয়ে,ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়েই বাড়ি নির্মাণ চলছে !
সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে বিল্ডিং এর যথার্থ সেফটি যদি নিশ্চিত না করা যায় তাহলে আদৌ কি কোন লাভ আছে?
প্রথমে সেফটি পরে ইকোনমি......আপনার স্বপ্নের বাড়ি, আপনার সন্তানের আবাসস্থল যদি হুমকির মুখে থাকে তাহলে এই সামান্য টাকা বাঁচিয়ে লাভটা কি !!!!
মিস্ত্রি আর ডিপ্লোমা দিয়েই যদি সব হতো তাহলে এত পড়াশুনা করে মানুষ ইঞ্জিনিয়ার হয় কেনো?
Navigation
[0] Message Index
Go to full version