Faculties and Departments > Real Estate
আমাদের শিক্ষা ব্যবস্থায় আবাসন বিষয়টা কিভাবে রয়েছে বলে আপনি মনে করেন ?
(1/1)
sahadat_185:
সরকারি ও বেসরকারি নামকরা অনেক বিশ্ববিদ্যালয়ে এ সেক্টরের অনেক গুরত্বপূর্ণ দিক যেমন- স্থাপত্য ও পুরকৌশল বিষয় পড়াশোনা হচ্ছে। আবাসন শিল্পের সাথে শুধু স্থাপত্য কিংবা সিভিল জড়িত নয়। এখানে জড়িত আছে অ্যাকাউন্টিং, মার্কেটিং, প্লানিংসহ নানান সেক্টর। এসব বিষয়ে মৌলিক শিক্ষা দানের প্রয়োজন রয়েছে। আবাসনে জমিজমা নিয়ে অনেক কাজ থাকে। থাকে আইনগত অনেক বিষয়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে এর উপর একটি বিষয় খুলেছে। বিশ্ববিদ্যালয়টির নাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউর্নিভারসিটি আর ডিপার্টমেন্ট এর নাম রিয়েল এস্টেট সেখানে এসব দিক বিবেচনায় রেখে পড়ানো হচ্ছে। সেখানে পড়ানো হবে আবাসন নিয়ে যেসব আইন রয়েছে সেসব সম্পর্কে। জমিজমার নানান কাজ সম্পর্কে তাদের মৌলিক জ্ঞান থাকবে। ম ফলে তারা সামনের দিকে দ্রুত এগিয়ে যেতে পারবে।
Navigation
[0] Message Index
Go to full version